জ্বালা‌নি তেলের প‌রিমা‌পে কারচু‌পি, জরিমানা দেড় লাখ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৯, ২০২২

জ্বালা‌নি তেলের প‌রিমা‌পে কারচু‌পি, জরিমানা দেড় লাখ | সময় সংবাদ

 

"জ্বালা‌নি তেলের প‌রিমা‌পে কারচু‌পি, জরিমানা দেড় লাখ | সময় সংবাদ"

কুমিল্লা প্রতিনিধি 


কুমিল্লায় জ্বালা‌নি তেলের প‌রিমা‌পে কারচুপি করায় দুই ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম। 



 

তিনি জানান, জেলার পদুয়ার বাজার, আলেখারচর ও কালাকচুয়া বিশ্ব‌রোড এলাকার ফি‌লিং স্টেশনগু‌লো‌তে অভিযান প‌রিচালনা করা হয়। অভিযা‌নে ১২টি ফি‌লিং স্টেশ‌নের ৩০টি ওজন প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয়। 


এ সময় প‌রিমা‌পে নির্দিষ্ট প‌রিমা‌ণের চেয়ে কম তেল সরবরাহ করায় এবং প‌রিমাপক য‌ন্ত্রে কারচু‌পি করায় সুরাতলী পদুয়‌ার বাজার এলাকার রিভার‌ভিউ সিএন‌জি ফি‌লিং স্টেশনকে একলাখ টাকা এবং প‌রিমা‌পে কারচুপি করায় কালাকচুয়‌া এলাকার ইস্ট জোন ফি‌লিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 


এ সময় প‌রিমাপক যন্ত্রসহ বিএস‌টিআই কু‌মিল্লা আঞ্চ‌লিক কার্যাল‌য়ের প‌রিদর্শক মোহাম্মদ আনিছুর রহমান এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলেও জানান এই কর্মকর্তা।




Post Top Ad

Responsive Ads Here