নেতাদের হঠকারী সিদ্ধান্তে বিপর্যস্ত জামালপুর বিএনপি | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৯, ২০২২

নেতাদের হঠকারী সিদ্ধান্তে বিপর্যস্ত জামালপুর বিএনপি | সময় সংবাদ

 "নেতাদের হঠকারী সিদ্ধান্তে বিপর্যস্ত জামালপুর বিএনপি | সময় সংবাদ"


জামালপুর প্রতিনিধি  


দীর্ঘ দিন ধরে মাঠে নামতে পারছে না জামালপুর বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। তাদের সব কার্যক্রম দলীয় কার্যালয় নির্ভর। নেতাদের হঠকারী সিদ্ধান্ত, বিভক্তিসহ বিভিন্ন কারণে জামালপুর বিএনপি বিপর্যস্ত হয়ে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে জামালপুর জেলা বিএনপির এক নেতা বলেন, সাধারণ সম্পাদক শাহ ওয়ারেছে আলী মামুনের হঠকারী সিদ্ধান্তে দিনদিন নেতাকর্মী কমে যাচ্ছে। দলে মূল্যায়ন না পেয়ে স্বেচ্ছায় অবসর নিয়েছেন অনেকেই। এখন আবার জেলা যুবদলের কমিটি নিয়ে নতুন বিরোধ দেখা দিয়েছে। জামালপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা খান নিজেকে যুবদলের প্রার্থী ঘোষণা দিয়ে পৃথক ব্যানারে প্রচার চালাচ্ছেন। ফলে দল তাকে নিয়ে বেকায়দায় পড়েছে।



 

অন্যদিকে জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিভক্তি হয় পড়েছেন। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে দল থেকে বহিষ্কার করলে তার সমর্থকরা দল থেকে ছিটকে পড়েন। এখন তার সমর্থকরা আলাদাভাবে কর্মসূচি পালন করেন।


শহরের স্টেশন রোডের জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেউ কেউ আসলেও মাঠের কর্মসূচিতে থাকেন না। ফলে জামালপুর জেলা বিএনপির রাস্তায় নেমে আন্দোলন করার মতো অবস্থা নেই।




Post Top Ad

Responsive Ads Here