আলফাডাঙ্গার গোপালপুর ইউপি চেয়ারম্যানের পূজা মণ্ডপ পরিদর্শন
আলফাডাঙ্গা প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় মহোৎসব শারদীয় দূর্গা পূজার মহা নবমীতে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান।
মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে তিনি গোপালপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পূজা মণ্ডপ ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিটি মণ্ডপে ব্যক্তিগত তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে চেয়ারম্যান ইনামুল হাসান, শারদীয় দুর্গোৎসবের সার্বিক খোঁজ-খবর নেন এবং যাতে সরকারি নির্দেশনা ও শান্তিপূর্ণভাবে এ উৎসব সম্পন্ন হয়; সে জন্য তাঁর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি মণ্ডপ কমিটির নেতাদেরকে আশ্বস্ত করেন।