![]() |
আকাশী-সাদা রঙেই ডাচদের বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা |
ফুটবল প্রতিবেদক/সময় সংবাদ:
চলছে ‘ফুটবল বিশ্বকাপ ২০২২’। এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামবে তারা। সেই ম্যাচে আকাশী-সাদা রঙেই হোম জার্সিতেই দেখা যাবে আলবিসেলেস্তেদের।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির গণমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে।
ডাচদের বিরুদ্ধে শেষ আটের লড়াইয়ে মেসি-ডি পলদের পরনে নীল সাদা জার্সি দেখা গেলেও দেখা যাবে না কালো শর্টস এবং কালো মোজা। এর পরিবর্তে সাদা শর্টস ও সাদা মোজা পরে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। জানানো হয়েছে, রেফারির পরনে থাকবে সম্পূর্ণ কালো শার্ট ও শর্টস।
আর্জেন্টিনা এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে সাদা শর্টস ও সাদা মোজা পরে খেলবে। এর আগে, সব সময়ই আকাশী-সাদা জার্সির সঙ্গে কালো শর্টস ও কালো মোজা পরেই খেলতে দেখা গেছে আলবিসেলেস্তেদের।