গরম পানি পরে শরীর পুড়ে গেলে করণীয় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ১০, ২০২৩

গরম পানি পরে শরীর পুড়ে গেলে করণীয়

গরম পানি পরে শরীর পুড়ে গেলে করণীয়
গরম পানি পরে শরীর পুড়ে গেলে করণীয়


স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদক/সময় সংবাদ:

হঠাৎ গরম পানি পড়ে পুড়ে শরীর গেলে অনেক সময় গভীর ক্ষতও তৈরি হয়। শীতে এই সমস্যা অনেক বেশি বাড়ে। কেননা, ঘরের কাজে গরম পানির ব্যবহার বেড়ে যায়। অনেক সময় অসাবধানতার কারণে গরম পানি পড়ে হাত-পা পোড়ে। তাৎক্ষণিক যা করতে পারেন।


>>  পোড়া ত্বকের উপর সরাসরি অ্যালোভেরা জেল লাগান। জ্বালা কমে যেমন ঠান্ডা অনুভূতি হবে, তেমনই ক্ষতও সারবে তাড়াতাড়ি।


>> কাঁচা মধু অ্যান্টিসেপটিক হিসেবে অসাধারণ কাজ করে। পুড়ে গেলে সঙ্গে সঙ্গে ক্ষতে মধু লাগান। জ্বালা কমে যাবে। পোড়ার দাগও হবে না।


>> ভিনেগারে জল মিশিয়ে পাতলা করে নিন। এই মিশ্রণে পাতলা কাপড়ের টুকরো ভিজিয়ে পোড়া জায়গায় লাগিয়ে রাখুন। যখনই যন্ত্রণা হবে এ ভাবে ভিনিগার ভেজানো কাপড় চেপে রাখলে আরাম পাবেন।


>> পোড়ার যতেœ শেষ কথা ল্যাভেন্ডার অয়েল। অ্যালয়ভেরা জেল, ভিটামিন সি, ভিটামিন ই ও ল্যাভেন্ডার অয়েলের মিশ্রণ তৈরি করে নিন। যতদিন না পোড়া সারছে এটা সারাদিন লাগিয়ে রাখুন। জ্বালা কমবে, তাড়াতাড়ি সারবে, দাগও সম্পূর্ণ দূর হবে।


>> পুড়ে গেলে হাতের কাছে কিছু না থাকলে কলার খোসা চেপে ধরুন হাতে। জ্বালা কমবে।


>> পোড়া সারাতে দইও খুব ভাল কাজ করে। তবে সঙ্গে সঙ্গে লাগালে জ্বালা আরো বেড়ে যাবে। পুড়ে যাওয়ার অন্তত ৩০ মিনিট পর দই লাগালে আরাম পাবেন।


>> ত্বকের যতেœ খুবই ভালো কাজ করে অলিভ অয়েল। পোড়ায় লাগালে উপকার পাবেন।


প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।




Post Top Ad

Responsive Ads Here