রাঙামাটিতে ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ২৬, ২০২৩

রাঙামাটিতে ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন

রাঙামাটিতে ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
রাঙামাটিতে ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন 


মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি:

বিচার বিভাগে সুষ্ঠু স্বচ্ছ ও বিশৃঙ্খলা নিরসনের লক্ষ্যে ন্যায়কুঞ্জর যাত্র শুরু করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি মো. বোরহান উদ্দীন।


রোববার সকাল ১০টায় রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জ ভিত্তিপ্রস্তর স্থাপনের পর স্থানীয় গণমাধ্যম কর্মীদের  বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি মো. বোরহান উদ্দীন এসব কথা বলেন।


বিচারপতি মো. বোরহান উদ্দীন আরও বলেন, বিচার প্রার্থীদের-সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে  প্রধান বিচারপতির নির্দেশনায়  প্রতিটি জেলা ও দায়রা জজ আদালতে এ ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা করা হবে।


তিনি বলেন, দেশের সুশাসন নিশ্চিত করতে যথাসময়ে ন্যায়বিচার প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যা বৃদ্ধির সাথে মামলা, বিরোধ নিষ্পত্তি আবেদন এবং অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।


দূর দুরান্ত থেকে আগত বিচার প্রার্থীরা আদলে এসে যাতে ভোগান্তিতে নাপরে সে লক্ষ্যে ৩৫ কোটি ২৫ লক্ষ্য ৯১ হাজার টাকা ন্যায়কুঞ্জে বিশ্রামাগার, খাবার পানি নারীদের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা ও দায়রা জজ আদলতে এ প্রকল্পের কাজ চলমান রয়েছে।


এ সময় রাঙামাটি জেলা ও দায়রা জজ মো. সহিদুল ইসলাম, ও অতিরিক্ত জেলা দায়রা জজ মো. তওহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত জজ ও যুগ্ম জেলা ও দায়রা জজ, রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


পরে রাঙামাটি জেলা জজ ও দায়রা জজ আদালত চত্বরে একটি কাঠগোলাপের চারা রোপন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি মো. বোরহান উদ্দীন।




Post Top Ad

Responsive Ads Here