![]() |
নগরকান্দা পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা |
মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
২৫ জুন রবিবার সকাল ১১ টায় পৌরসভা অস্থায়ী কার্যালয়ে নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার এর সভাপতিত্বে পৌর কাউন্সিলরদের সম্মুখে পৌর সচিব হুমায়ূন কবির বাজেটের সম্ভাব্য আয় ও সম্ভাব্য ব্যায় পেশ করেন।এসময় উপস্থিত ছিলেন পৌর ইন্জিনিয়ার রানা।
২০২৩-২০২৪ অর্থ বছরের সম্ভাব্য রাজন্ব আয় ধরা হয়েছে মোট ২ কোটি ৪৫ লাক্ষ ৩০ হাজার টাকা।রাজস্ব ব্যয় ২ কোটি ২২ লাখ ৩৩ হাজার ২৬৬ টাকা। উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ৭ কোটি ৫ লাখ ১০ হাজার টাকা।সম্ভাব্য ব্যায় ধরা হয়েছে ৭ কোটি ৫ লাখ ১০ হাজার টাকা। উদ্বৃত্ত নাই।
এসময় পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং নগরকান্দা পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ার লক্ষ্যে পৌর কাউন্সিলরদের বলেন।