ঝালকাঠির তালগাছিয়ায় মহিলা মাদরাসা’র নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ার তালগাছিয়া মাদরাসা ইমদাদিয়া খানকাহ আশরাফিয়া মাদরাসার মহিলা শাখার নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় বিশেষ দু’আা মাহফিল পাশ^ভর্তি মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে মাননীয় প্রধানমস্ত্রীর সাবেক একান্ত সহকারি সচিব-১ ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ খাইরুল ইসলাম মান্নান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তালগাছিয়ার পীর সাহেব মুফতী নুরুল্লাহ আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল্লামা শাহ আহম্মেদ শফীর রঃ এর বিশিষ্ট খলিফা হযরত মাওলানা মুফতী ইমাদুদ্দীন, বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন সহ আরো অনেকে।