ক্ষেতলালে জুয়ারিদের ছত্রভঙ্গ, ৩ টি মোটরসাইকেল জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩

ক্ষেতলালে জুয়ারিদের ছত্রভঙ্গ, ৩ টি মোটরসাইকেল জব্দ

 

ক্ষেতলালে জুয়ারিদের ছত্রভঙ্গ, ৩ টি মোটরসাইকেল জব্দ
ক্ষেতলালে জুয়ারিদের ছত্রভঙ্গ ,৩ টি মোটরসাইকেল জব্দ

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলালের ফুলদিঘী এলাকায় দৌলতপুর  গ্রামের ফসলি মাঠে জৈনক বাচ্চু সরদার লেবুর গভীর নলকূপের পাশে বেশ কিছুদিন ধরে এলাকার প্রভাবশালী জুয়ারী আলোম, আব্দুর রাজ্জাক, বিধান ও গভীর নলকূপের মালিক বেলু জুয়ার আসর পরিচালনা করে আসছে। গোপন তথ্য আসে সাংবাদিকের কাছে।


বুধবার (৩০ আগস্ট) বেলা ১২ টায় কয়েকজন সংবাদকর্মী তথ্য ফুটেজ সংগ্রহ এবং পুলিশ সদস্যরা জুয়ারীদেরকে হানা দেয় জুয়ার বোর্ডে, দূর থেকে জুয়াড়িরা টের পেয়ে দ্রুত সময় দৌড়ে পালিয়ে যায় প্রায় ৪০ / ৫০ জন বিভিন্ন এলাকা থেকে আগত জুয়ারীরা।


পরে ক্ষেতলাল থানা পুলিশ গিয়ে ঘটনা স্থল এলাকা পরিদর্শন করে ওই এলাকা থেকে জুয়াড়িদের ৩ টি মোটরসাইকেল উদ্ধার করে।


খেলতে আসা জুয়ারীদের মোটরসাইকেল গুলোর মালিকদের এখনো নাম পরিচয় পাওয়া যায়নি।


ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, জোয়ার আসর চলছে এমন খবর পেয়ে দ্রুত ফোর্স পাঠিয়ে দেওয়া হয়, পুলিশের সন্ধান পেয়ে জুয়ারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় এবং সেখান থেকে ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়, এ বিষয় পুলিশ তৎপর রয়েছে পরবর্তীতে জুয়ার বোর্ড বসালে তাদেরকে গ্রেফতার করা হবে। 




Post Top Ad

Responsive Ads Here