![]() |
রাজশাহীতে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র্যাব-৫ |
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:
রাজশাহী র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৫) নিয়মিত অভিযানে বাঘা উপজেলা থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ১টি ম্যাগজিন এবং ০৩ রাউন্ড গুলিসহ এক আসামীকে গ্রেফতার হয়েছে। উপজেলা আলাইপুর নামক এলাকা থেকে অপরাধী আলামীন (২৬ কে আটক করা হয়। ওই ব্যাক্তি গোদাগাড়ী উপজেলার ইয়জপুর গ্রামের মৃত সোলেমানের ছেলে।
সোমবার দিবাগত রাতে (২২ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পাওে বাঘা থানাধীন আলাইপুর মধ্যপাড়া গ্রামস্থ ১ জন ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে। র্যাবের দল ঘটনা স্থলে পৌছা মাত্রই ওই ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র্যাবের টিম তাকে আটক করে।
ওই সময় আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহার নিকট অবৈধ অস্ত্র আছে। পরবর্তীতে দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর সামনের কোচের ভিতরে কোমরের সহিত স্বচ্ছ কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করে। উক্ত আসামীর বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলার রুজু করা হয়েছে। এই তথ্যটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-৫।