বরিশাল রেঞ্জের ডিআইজির আমতলী পুজা মন্ডপ পরিদর্শন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৩, ২০২৩

বরিশাল রেঞ্জের ডিআইজির আমতলী পুজা মন্ডপ পরিদর্শন

বরিশাল রেঞ্জের ডিআইজির আমতলী পুজা মন্ডপ পরিদর্শন
বরিশাল রেঞ্জের ডিআইজির আমতলী পুজা মন্ডপ পরিদর্শন


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম বার পিপিএম রবিবার রাতে আমতলী পৌর শহরের সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা ও শ্রী শ্রী রাধা কৃষ্ণ পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। পুজা মন্ডপ পরিদর্শন শেষে ডিআইজি সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা পুজা মন্ডপে আলোচনা সভায় অংশ নেন। 


পুজা উদযাপন কমিটির সভাপতি ধীরাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম বার পিপিএম। 


বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার আব্দুস ছালাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের। 


বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার রুহুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু  প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।


প্রধান অতিথি ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম বার পিপিএম বলেন, পুলিশ জনগণের সেবক ও বন্ধু। জনসেবায় পুলিশ সর্বাত্মক ভুমিকা পালন করছে। তিনি আরো বলেন, শান্তিপুর্ণভাবে সনাতন ধর্মের লোকজন তাদের ধর্মীয় বড় উৎসব দুর্গাপুজা পালন করছে। সুশৃংখলভাবে উৎসব পালনে পুলিশ দিনরাত কাজ করছে।  


Post Top Ad

Responsive Ads Here