![]() |
কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত |
পিরোজপুর প্রতিনিধি:
‘‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে কাউখালী থানা পুলিশের আয়োজনে শনিবার (৪ নভেম্বর)সকালে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে শেষ শেষ হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, জাতীয় পার্টির (জেপির) ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন এসআই মশিউর রহমান। বক্তারা কমিউনিটি পুলিশিং গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কমিউনিটি পুলিশিং আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।