স্বতন্ত্র হয়েই নিক্সন চৌধুরীর হ্যাটট্রিক বিজয় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ০৭, ২০২৪

স্বতন্ত্র হয়েই নিক্সন চৌধুরীর হ্যাটট্রিক বিজয়

স্বতন্ত্র হয়েই নিক্সন চৌধুরীর হ্যাটট্রিক বিজয়
স্বতন্ত্র হয়েই নিক্সন চৌধুরীর হ্যাটট্রিক বিজয়


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -৪ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মজিবুর রহমান নিক্সন চৌধুরী জয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি হ্যাটট্রিক বিজয় ছিনিয়ে নিলেন।রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে  ৯ টার দিকে স্থানীয়  প্রশাসন বেসরকারি ভাবে বিষয়টি নিশ্চিত করেছে।


এই আসনের ১৮৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নিক্সন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের কাজী জাফর উল্লাহ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট।


উল্লেখ্য, ফরিদপুর-৪ সংসদীয় আসন তিনটি উপজেলা নিয়ে গঠিত (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন)। এ আসনের খসড়া মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৮৫৬ জন। এর মধ্যে নারী ২ লাখ ৩৫ হাজার ৯৯১ ও পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ৮৬২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৯টি ও ভোট কক্ষের সংখ্যা ১১০৯টি।  



Post Top Ad

Responsive Ads Here