পিরোজপুরে ৪২০টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ০৬, ২০২৪

পিরোজপুরে ৪২০টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদী

পিরোজপুরে ৪২০টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদী
পিরোজপুরে ৪২০টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদী 


পিরোজপুর প্রতিনিধি : 

পিরোজপুরের তিনটি আসনের ৪২০টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদী। আজ শনিবার বেলা ১১টা থেকে উপজেলার নির্বাচন অফিস থেকে এ  নির্বাচনী সরঞ্জামাদী পাঠানো  শুরু হয়। চলবে বিকেল পর্যন্ত।


পিরোজপুর জেলায় ৭ টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৫৩টি ইউনিয়ন রয়েছে। পিরোজপুর-১ আসন (পিরোজপুর সদর, নাজিপুর ও ইন্দুরকানী), পিরোজপুর-২ আসন (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ), পিরোজপুর-৩ আসন (মঠবাড়িয়া)।  ৩টি আসনে মোট প্রার্থী রয়েছে ১৯ জন। এ নির্বাচনে ১২টি দল অংশগ্রহন করছে। 


 জেলায় মোট ভোটার ৯ লক্ষ ৭৪ হাজার ৯৭২ জন। পুরুষ ভোটার ৪ লক্ষ ৯২ হাজার ৯৬ জন  এবং নারী ভোটার ৪ লক্ষ ৮২ হাজার ৮৭৩ জন। জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলার ৪২০টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩০টি ঝুঁকিপ‚র্ণ। তবে তিনি জানান, ভোটকেন্দ্রগুলোতে  পর্যাপ্ত পরিমানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে যাতে করে ভোটাররা নির্বিঘে্ন ভোট দিতে পারে। 


Post Top Ad

Responsive Ads Here