![]() |
পিরোজপুরে ৪২০টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদী |
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের তিনটি আসনের ৪২০টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদী। আজ শনিবার বেলা ১১টা থেকে উপজেলার নির্বাচন অফিস থেকে এ নির্বাচনী সরঞ্জামাদী পাঠানো শুরু হয়। চলবে বিকেল পর্যন্ত।
পিরোজপুর জেলায় ৭ টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৫৩টি ইউনিয়ন রয়েছে। পিরোজপুর-১ আসন (পিরোজপুর সদর, নাজিপুর ও ইন্দুরকানী), পিরোজপুর-২ আসন (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ), পিরোজপুর-৩ আসন (মঠবাড়িয়া)। ৩টি আসনে মোট প্রার্থী রয়েছে ১৯ জন। এ নির্বাচনে ১২টি দল অংশগ্রহন করছে।
জেলায় মোট ভোটার ৯ লক্ষ ৭৪ হাজার ৯৭২ জন। পুরুষ ভোটার ৪ লক্ষ ৯২ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ৪ লক্ষ ৮২ হাজার ৮৭৩ জন। জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলার ৪২০টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩০টি ঝুঁকিপ‚র্ণ। তবে তিনি জানান, ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে যাতে করে ভোটাররা নির্বিঘে্ন ভোট দিতে পারে।