কাউখালীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের প্রস্তুতিমূলক সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ১১, ২০২৪

কাউখালীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের প্রস্তুতিমূলক সভা

কাউখালীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের প্রস্তুতিমূলক সভা
কাউখালীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের প্রস্তুতিমূলক সভা 


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১১ জানুয়ারি)সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং ২০২৪ উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, কাউখালী উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মিলন, উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি, এসআই মশিউর রহমান, নৌ পুলিশ ইনচার্জ মোঃ ফারুক আহমেদ, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মৎস্যজীবী নেতা দেবনাথ মালো প্রমুখ। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ১১  জানুয়ারি থেকে ১৮ই জানুয়ারি, ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি, ৬ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ও ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি চার ধাপে মোট ৩০ দিন এই অভিযান পরিচালনা করা হবে। নদ নদীতে  মৎস্য সম্পদ ধ্বংসকারী বাধা জাল, কারেন্ট জাল, মশারি জাল, চরগড়া সহ অবৈধ জালে বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।


Post Top Ad

Responsive Ads Here