পটিয়ায় পৃথক অভিযানে ১৩ হাজার ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার ৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ০২, ২০২৫

পটিয়ায় পৃথক অভিযানে ১৩ হাজার ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার ৩

পটিয়ায় পৃথক অভিযানে ১৩ হাজার ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার ৩
পটিয়ায় পৃথক অভিযানে ১৩ হাজার ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার ৩


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক তিনটি অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। এসব অভিযানে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।


রোববার (৩০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের মুজাফফরাবাদ কলেজের বিপরীতে অভিযান চালিয়ে আব্দুল মাজেদ (৩৭)-কে ৪ হাজার ইয়াবাসহ আটক করে ডিএনসি। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০৭ এর বাসিন্দা এবং মৃত আবু বক্করের পুত্র।


পরদিন সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে একই মহাসড়কের কমল মুন্সিরহাট এলাকার মেম্বার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে তল্লাশি চালিয়ে মোহাম্মদ শাহ (৪০)-এর দেহ তল্লাশিতে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০৭ এর বাসিন্দা ও ছিদ্দিক আহমদের পুত্র।


এরও দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক এলাকা থেকে মো. আতিকুর রহমান (৫১)-কে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাসিন্দা এবং মৃত আকতার মিয়ার পুত্র।


গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ডিএনসি’র উপপরিদর্শক এ কে আজাদ উদ্দীন ও রূপন কান্তি পৃথক মামলা দায়ের করেছেন।


ডিএনসি চট্টগ্রাম ‘খ’ সার্কেলের মুজাফফরাবাদ কার্যালয়ের ইনচার্জ উপপরিদর্শক এ কে আজাদ উদ্দীন বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”



Post Top Ad

Responsive Ads Here