ফরিদপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যুবদল নেতাকে ‘পেটালেন’ পুলিশ কর্মকর্তা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ০১, ২০২৫

ফরিদপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যুবদল নেতাকে ‘পেটালেন’ পুলিশ কর্মকর্তা

ফরিদপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যুবদল নেতাকে ‘পেটালেন’ পুলিশ কর্মকর্তা
ফরিদপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যুবদল নেতাকে ‘পেটালেন’ পুলিশ কর্মকর্তা


ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় যুবদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। 


সোমবার (১ ডিসেম্বর) সকালে কাইচাইল নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত যুবদল নেতা কাইয়ুম মাতুব্বর বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, কাইচাইল ইউনিয়ন যুবদল আহ্বায়ক কাইয়ুম মাতুব্বর সকালে কাইচাইল নতুন বাজারের একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় সিআইডির মাদারীপুর জোনে কর্মরত পুলিশ কর্মকর্তা আজগর আলী, যিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন, তিনি বাজারে উপস্থিত হন। অভিযোগ, হঠাৎই উচ্চস্বরে 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করেন ওই পুলিশ কর্মকর্তা।


কাইয়ুম মাতুব্বর তাকে প্রকাশ্যে এভাবে স্লোগান না দিতে অনুরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এরপরই পুলিশ কর্মকর্তা আজগর আলী ও তার সহযোগীরা যুবদল নেতার ওপর চড়াও হন এবং তাকে এলোপাতাড়ি মারধর করেন।


আহত যুবদল নেতা কাইয়ুম মাতুব্বর এ বিষয়ে বলেন, “আমি দোকানে চা খাচ্ছিলাম। হঠাৎ আজগর ও তার সহযোগীরা স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করে। আমি নিষেধ করতেই তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। বর্তমানে আমি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।”


তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আজগর আলী তার বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি ছুটিতে বাড়িতে এসেছিলাম। সকালে বাজারে গিয়ে দেখি দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক চলছে। আমি শুধু তাদের শান্ত থাকতে বলি। পরে বাড়িতে এসে শুনি আমি নাকি তাদের মেরেছি। এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত একটি অভিযোগ।”


নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানিয়েছেন, ঘটনাটি তাদের নজরে এসেছে। তিনি বলেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



Post Top Ad

Responsive Ads Here