![]() |
| সালথায় ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও জমির দলিল চুরি, পরিবারের উদ্বেগ |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রামের শেখ আকরামুজ্জামানের ঘরের দরজার তালা ভেঙে রাতের অন্ধকারে এক ভরি স্বর্ণালংকার এবং জমির দুইটি দলিল চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার রাত প্রায় ৩টার দিকে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানার ওসি (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।
শেখ আকরামুজ্জামানের স্ত্রী রেবেকা জামান জানান, পরিবার ঢাকায় থাকায় মাঝে মাঝে বাড়িতে আসেন। সেই রাতে বাড়িতে কেউ ছিলেন না। ভোরে দেবরের ফোন পেয়ে জানতে পারেন ঘরের তালা ভাঙা হয়েছে। ঘরে গিয়ে দেখা যায় আলমারির ভিতরে রাখা এক ভরি স্বর্ণের দুইটি হাতের বালা এবং জমির দুইটি দলিল চুরি হয়ে গেছে।
শেখ আকরামুজ্জামানের ভাইয়ের স্ত্রী রোকেয়া বেগম বলেন, রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়ার পর ভোর তিনটায় ঘুম ভেঙে বাইরে বের হতে গেলে তালা বন্ধ থাকায় চিৎকার শুরু করেন। পাশের বাড়ির লোকজন এসে তালা খুলে দেন। এরপর ভাইকে ফোন দিয়ে এবং পুলিশকে বিষয়টি জানানো হয়।
সালথা থানার ওসি (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

