![]() |
| সালথায় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে জামায়াত নেতারা |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন স্থানীয় জামায়াত নেতারা।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা, ভাঙ্গার হামিরদী ও আলগী) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা সোহরাব হুসাইনের নেতৃত্বে গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি এলাকায় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর পরিদর্শন করা হয়।
পরিদর্শনের সময় মাওলানা সোহরাব হুসাইন বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এলে সকলের নিরাপত্তা নিশ্চিত হবে। বর্তমানে একটি রাজনৈতিক দল ক্ষমতার দাপট দেখাতে গিয়ে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আসবাবপত্র ভাঙচুর করেছে। এটি কোনো রাজনীতি নয়, বরং বর্বরতার পরিচায়ক।”
পরিদর্শনে উপস্থিত ছিলেন সালথা উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, উপজেলা নায়েবে আমির আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, গট্টি ইউনিয়ন জামায়াত সভাপতি মো. তুফাজ্জেল হোসেন, সেক্রেটারি আব্দুল মান্নান, বল্লভদী ইউনিয়ন সভাপতি মাওলানা মিকাইল হুসাইন, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মো. ফারুক হুসাইন প্রমুখ।
উল্লেখ্য, সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজার এলাকায় গত ২৯ নভেম্বর সকাল ৬টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০টি গ্রামের হাজারো মানুষ সংঘর্ষে অংশগ্রহণ করেন। সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক মানুষ আহত হন এবং কমপক্ষে ২০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের শিকার হয়।

