![]() |
| সালথায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত |
শরিফুল হাসান,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া বাজারে বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকালে যুক্তরাষ্ট্র ওহাইও বিএনপির আহ্বায়ক মো. হাসিবুল হাসান হাবিবের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন আটঘর ইউনিয়ন বিএনপি নেতা মো. আতিকুর রহমান মোল্যা। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মো. এনায়েত মোল্যা, ছালাম সরদার, নয়ন মোল্যা, রহমান মোল্যা, জাহাঙ্গীর, আয়নাল মেম্বার, যুবদল নেতা সোহাগ খান, রবিউল ইসলাম, নাজিম, হেদায়েত মোল্যা এবং ফরিদপুর কৃষি কলেজের সাধারণ সম্পাদক মাহিন ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারাবন্দী থেকে নির্যাতন-নিপীড়ন ও অবহেলিত চিকিৎসার শিকার হয়েছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। বক্তারা দেশবাসীর উদ্দেশে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।
দোয়া মাহফিল শেষে গৌড়দিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

