চট্টগ্রামের অক্সিজেন মোড়ে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো ৫০টি টিনশেড ঘর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ০১, ২০২৫

চট্টগ্রামের অক্সিজেন মোড়ে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো ৫০টি টিনশেড ঘর

 

চট্টগ্রামের অক্সিজেন মোড়ে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো ৫০টি টিনশেড ঘর
চট্টগ্রামের অক্সিজেন মোড়ে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো ৫০টি টিনশেড ঘর

মো : নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে রেললাইন সংলগ্ন লেদু মিয়ার বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।


ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর বায়েজিদ এবং নিকটবর্তী স্টেশন থেকে ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বস্তিটি কেডিএস গ্রুপের কারখানার পেছনে হওয়ায় সেখানে ওই কারখানার শ্রমিকসহ নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষ বসবাস করতেন।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক শাহ ইমরান বলেন, “লেদু মিয়ার বস্তিতে আগুন লাগে। প্রাথমিক ধারণা, রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত।”


তিনি আরও জানান, আশপাশে পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়। পরে কেডিএস কারখানা থেকে পাইপলাইন দিয়ে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


তিনি বলেন, “আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।”



Post Top Ad

Responsive Ads Here