নিউজ ডেস্ক:-
আফগানিস্তানের রাজধানী কাবুলে পর পর দুটি বোমা হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চার সাংবাদিক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৭ জন।
স্থানীয় সময় সোমবার সকালে কাবুলের শাশদারাক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আফগানিস্তানের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরার খবরে বলা হয়, প্রথম হামলাটি চালানো হয় দেশটির নিরাপত্তা সংশ্লিষ্ট প্রধানের কার্যালয়ের কাছে। আত্মঘাতী ওই বোমায় হামলাকারীও নিহত হয়।
প্রথম হামলার ২০ মিনিট পরই দ্বিতীয় হামলা চালানো হয়। সে সময় ঘটনাস্থলে সাংবাদিক ও মেডিকেল কর্মীরা উপস্থিত ছিলেন।
এখনো পর্যন্ত হামলায় দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী সংগঠন।
হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আফগানিস্তানের স্বাস্থ্য বিভাগ।
আফগানিস্তানের রাজধানী কাবুলে পর পর দুটি বোমা হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চার সাংবাদিক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৭ জন।
স্থানীয় সময় সোমবার সকালে কাবুলের শাশদারাক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আফগানিস্তানের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরার খবরে বলা হয়, প্রথম হামলাটি চালানো হয় দেশটির নিরাপত্তা সংশ্লিষ্ট প্রধানের কার্যালয়ের কাছে। আত্মঘাতী ওই বোমায় হামলাকারীও নিহত হয়।
প্রথম হামলার ২০ মিনিট পরই দ্বিতীয় হামলা চালানো হয়। সে সময় ঘটনাস্থলে সাংবাদিক ও মেডিকেল কর্মীরা উপস্থিত ছিলেন।
এখনো পর্যন্ত হামলায় দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী সংগঠন।
হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আফগানিস্তানের স্বাস্থ্য বিভাগ।