মেহেরপুরে স্ত্রীর মামলায় স্বামীর কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ০১, ২০১৮

মেহেরপুরে স্ত্রীর মামলায় স্বামীর কারাদন্ড

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুরে স্ত্রী’কে হত্যার অপচেষ্টা মামলায় আমান-উর শেখ নামের এক ব্যক্তির ১ বছর ২ মাসের কারদন্ড দিয়েছেন আদালত।
গতকাল সোমবার বিকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের বিচারক মোঃ শাহিন রেজা ওই রায় দেন। কারাদন্ডপ্রাপ্ত আমান-উর শেখ কুষ্টিয়ার হাউজিং এলাকার মজিবর রহমানরে ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৯ এপ্রিল আমান-উর শেখের সাথে মেহেরপুর জেলার গাংনী উপজেলার নিশিপুর গ্রামের সোহরাবের মেয়ে নুর জাহানের বিয়ে হয়। বিয়ের সময় কোন যৌতুক দেওয়ার কথা না থাকলেও বিয়ের পর ১ লক্ষ টাকা যৌতুক চায় আমান। ওই সময় আমানকে ৯০ হাজার টাকা দেওয়ার পর আবারও ১ লক্ষ টাকা যৌতুক দাবী করে। ঐ টাকা দিতে না পারায় আমান তার স্ত্রী নুর জাহানকে হত্যার উদ্দেশ্যে গলাই ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে আশ-পাশের লোকজন এসে নুরজাহানকে উদ্ধার করে। এ ঘটনায় নুরজাহান বাদী হয়ে যৌতুক নিরোধ ৩/৪ ধারায় মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার সি আর কেস নং-৫২২/১৭। মামলায় মোট ৫ জন স্বাক্ষী তাদের স্বাক্ষ্য প্রদান করেন। মামলায় আমান দোষী প্রমানিত হওয়ায় আদালত তাকে ১ বছর ২ মাস সশ্রম কারাদন্ড দেন। মামলায় বাদী পক্ষে ফিরোজুল ইসলাম এবং আসামী পক্ষে হাসান মাহাবুব আইনজীবীর দায়িত্ব পালন করেন।

Post Top Ad

Responsive Ads Here