স্পোর্টস ডেস্ক: ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে
রুদ্ধশ্বাস ম্যাচ জিতে আইপিএলের প্লে-অফে লডা়ই জমিয়ে দিল রাজস্থান
রয়্যালস৷ ঘরের মাঠে ১৭৭ রান তাড়া করতে নেমে শেষ ওভারে এক বল বাকি থাকতে
থ্রিলার ম্যাচ জিতল রাহানের দল৷
রাজস্থান রয়্যালসের জয়ের নায়ক জস বাটলার। এদিন তিনি ৯৫ রানের (৬০ বলে)
ধুঁয়াধার ইনিংস খেলেন৷ ম্যাচের উইনিং রান এসেছে তার ব্যাট থেকেই৷ অপরাজিত
থেকে মাঠ ছাড়েন রয়্যালসদের এই ব্রিটিশ ওপেনার৷ ১১টি চার ও ২টি ছয় দিয়ে
ইনিংস সাজান বাটলার৷
ধোনিদের বিরুদ্ধে এই জয়ের ফলে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে
রয়েছে রাজস্থান৷ সমসংখ্যাক ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে
এগিয়ে থেকে চারে মুম্বাই আর পাঁচ নম্বরে রয়েছে কেকেআর৷ যার ফলে প্লে-অফের
লড়াই জমে গেল বলা চলে৷ তিন ফ্র্যাঞ্চাইজিই এখন একে অপরের ঘাড়ে নিঃশ্বাস
ফেলছে৷
ম্যাজিক ফিগার ১৬ পয়েন্টে পৌঁছতে তিন ফ্র্যাঞ্চাইজিকেই শেষ তিন ম্যাচে
জিততে হবে৷ এরপর আবার রয়েছে রান রেটের অঙ্ক৷ ১৩ মে ওয়াংখেড়েতে
মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলার পর ১৫ মে ইডেনে নাইটদের বিরুদ্ধে খেলতে
নামবে রাজস্থান৷ তিন ফ্রাঞ্চাইজির কাছে সব ম্যাচই এখন নির্ণায়ক বলা চলে৷