রাঙামাটির লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিনটি গ্রামে ঘর নির্মান কাজ শুরু ।।SHOMOY SABNGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ৩১, ২০১৮

রাঙামাটির লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিনটি গ্রামে ঘর নির্মান কাজ শুরু ।।SHOMOY SABNGBAD


মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি জেলার লংগদু উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিন গ্রামে বসতঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার লংগদুর তিনটিলা গ্রামে আগুনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে  বসত ঘর নির্মান কাজের আনুষ্ঠান উদ্বোধন করেন। এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য জানে আলম, লংগদু উপজেলা চেয়ারম্যান তোফাজ্জ্বল হোসেন, হেডম্যান সমিতির সাধারণ সম্পাদক কেরল চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
লংগদু উপজেলা চেয়ারম্যান তোফাজ্জ্বল হোসেন, ২০১৭ সালের ২ জুন রাঙামাটি জেলার লংগদু উপজেলায় যুবলীগ নেতা ও মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়নের হতাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে দূর্বৃত্তরা লংগদু উপজেলার বিচ্ছিন্ন গ্রাম- মানিক জোর ছড়া, তিন টিলা ও সদর এলাকায় অগ্নিসংযোগ করে। এ সময় তিনটি গ্রামের ২১৩টি পরিবারের বসত ঘর আগুনে পুড়ে যায়। তবে সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতাকর্মী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহায়তা দিয়ে যায়। এছাড়া সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নতুন বসত ঘর নির্মাণ করে দিয়ে পূর্নাবাসন করার আশ্বাস দিয়ে যায় তারা। পরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের এ প্রকল্পের মাধ্যমে বসত ঘর নির্মানে ৯ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় তিনটি গ্রামের মোট ২১৩টি পরিবারের ১৭৬টি ঘর নির্মাণ করা হবে। এ ছাড়া বিগত সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি ও বেসরকারিভাবে পর্যাপ্ত আর্থিক সহায়তাও দেওয়া হয়।
বসতঘর নির্মাণ উদ্বোধন অনুষ্ঠানে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, ক্ষতিগ্রস্থরা যাতে আরো একবছর ভিজিএফ খাদ্য সহায়তা পায় সেজন্য সরকারের কাছে সুপারিশ করা হবে। তিনি ক্ষতিগ্রস্থদের জন্য গৃহ নির্মান কাজ দ্রæত শেষ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

Post Top Ad

Responsive Ads Here