জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আবেদ হাসান জজ মিয়া (৩৬) ও তার সহযোগী ফরুক হোসেন (৩০) কে আটক করা হয় পুলিশ সূত্রে জানা যায় এ এস আই আমিনুল, এ এস আই ইমরান ও এ এস.আই মানুুনসহ সঙ্গীয়ফোর্স নিয়ে গত ২৬ মে শনিবার বিকেলে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে পৌরসভার নগর পাকার রাস্তার বাচ্চু ব্যাপারীর সামনে থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার মূল্য প্রায় ৯ হাজার টাকা। জজ মিয়া উপজেলার পূবের গাঁও গ্রামের পিতামৃত- মজিদ শেখ ও মৃত ফিরোজের ছেলে ফারুক হোসেন।
এ ব্যাপারে এ এস.আই আমিনুল বাদী হয়ে শিবপুর মডেল থানায় মাদক আইনে ৯(ক) ধারায় মামলা রুজু করেন। যার মামলা নং ৪৪, তারিখ ২৭/০৫/২০১৮।