২০১৮-১৯ অর্থবছরে মেহেরপুর পৌরসভার ৬৩ কোটি ৮১লাখ টাকার বাজেট পেশ ।। SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ২৯, ২০১৮

২০১৮-১৯ অর্থবছরে মেহেরপুর পৌরসভার ৬৩ কোটি ৮১লাখ টাকার বাজেট পেশ ।। SHOMOY SANGBAD

মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের জন্য সড়ক নির্মাণ এবং অবকাঠামো উন্নয়ন খাতকে অধিক গুরত্ব দিয়ে  ৬৩ কোটি ৮১ লাখ টাকার বাজেট পেশ করা হয়েছে।
গতকাল সোমবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে উন্মুক্ত বাজেট আলোচনা সভায়  বাজেট পেশ করেন  পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ।
মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম,শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, টিএলসিসি কমিটির সদস্য নুরুল আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। অরণি থিয়েটার-এর সভাপতি নিশান সাবের-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন স্বাগত বক্তব্য দিয়ে বর্তমান পরিষদের প্রথম বাজেট অনুষ্ঠানের উদ্বোধন করেন। উন্মুক্ত বাজেট আলোচনায় পৌর নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াজেদুল হক,আবুল কাশেম, নুর হোসেন আঙ্গুর, আতাউর রহমান, হাফিজুর রহমান, জাকির হোসেন, চায়না খাতুন প্রমুখ। উন্মুক্ত বাজেট আলোচনা অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবীদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার পৌর নাগরিকরা অংশগ্রহণ করেন। বাজেট আলোচনা শেষে পৌর নাগরিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here