মধুপুরে লিজা হত্যা বিচারের দাবীতে মানববন্ধন ।।SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ৩১, ২০১৮

মধুপুরে লিজা হত্যা বিচারের দাবীতে মানববন্ধন ।।SHOMOY SANGBAD

জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র এলাকায় স্কুলছাত্রী লিজা ধর্ষন ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ৪টি সংগঠন। আদর্শ উচ্চ বিদ্যালয়, তরুণ সমাজ, সাধারণ নাগরিক ও এলাকাবাসী  ব্যানারে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত  টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের জলছত্র বাজার এলাকায় এ কর্মসুচী পালন করা হয়। জলছত্র বাজার এলাকায় রাস্তার দুপাশে ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে দাড়িয়ে হাতে হাত ধরে মানববন্ধনে অংশগ্রহন করে শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ । এসময় তারা এঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন ।
উল্লেখ, গত ২৫মে শুক্রবার রাতে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের উত্তর পাড়ায় নিজ বাড়ীর পশ্চিম পাশের বাঁশঝাড় থেকে কলাপাতায় মোড়ানো স্কুলছাত্রী লিজার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় আমজাদ হোসেন, রানা ও রাসেল নামে তিন জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। লিজা গাছাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী ছিল। নিহতের পরিবারের দাবী ধর্ষনের পর তাকে হত্যা করা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here