মোঃ মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহত উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামের মোশারফ মিয়ার ছেলে নাজমুল (৩০) বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত নাজমুলের নামে মির্জাপুর থানায় ১২টি মামলা রয়েছে, এর মধ্যে মাদক, অস্ত্র, ছিনতাই, ডাকাতির মামলা উল্লেখযোগ্য। তার নামে গ্রেফতারি পরোয়ানাও ছিল বলেও জানায় পুলিশ। বুধবার রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে তার সঙ্গীয় অপরাধীদের ধরার উদ্দেশ্যে রওনা দিলে মির্জাপুর চরপাড়া নামক স্থানে উৎপেতে থাকা সন্ত্রাসীরা নাজমুলকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পুলিশের উপর গুলিবর্ষণ করলে সে সময় (নামজুল) গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে উভয় পক্ষের গোলাগুলির মাঝখানে নাজমুল গুলিবিদ্ধ হয়। পরে তাকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে অবস্থার আরও অবনতি হলে শেখ ফজিলাতুন্নেসা মেডিকেল কলেজে নেওয়ার পর আজ সেখানে তার মৃত্যু হয়।
বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন মির্জাপুর থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।