টাঙ্গাইলে ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলা ও ফল প্রদর্শনী শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ৩০, ২০১৮

টাঙ্গাইলে ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলা ও ফল প্রদর্শনী শুরু

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে টাঙ্গাইলে ৭দিন ব্যাপী বৃক্ষ মেলা ও ফল প্রদর্শনী শুরু হয়েছে। জেলা প্রশাসনে সমন্বয়ে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃক্ষ মেলা ও ফল প্রদর্শনী উপলক্ষে সোমবার সকালে শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে এক শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌরউদ্যানে গিয়ে শেষ হয়। পরে বৃক্ষ মেলা ও ফল প্রদর্শন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশিদ, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালন মো. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, বিএডিসি’র যুগ্ম পরিচালক (সার) শহিদুল্লাহ শেখ, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন নার্সারীর শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় বিভিন্ন প্রজাতির ৩২টি স্টল রয়েছে। মেলাটি ৫ই আগস্ট পর্যন্ত চলবে। মেলায় প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা হবে।

Post Top Ad

Responsive Ads Here