সকাল থেকে রাসিক নির্বাচনের ভোট গ্রহন শান্তি পুর্ন ভাবে শুরু হয়েছে। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ৩০, ২০১৮

সকাল থেকে রাসিক নির্বাচনের ভোট গ্রহন শান্তি পুর্ন ভাবে শুরু হয়েছে।

সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ

সকাল থেকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টা থেকে ১৩৮ কেন্দ্রে একযোগে এ ভোট শুরু হয়। ভোট গ্রহন চলবে বিকেল চারটা পর্যন্ত। জয়ের ব্যাপারে শতভাগের কাছাকাছি নিশ্চিত হয়ে আছেন বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার সকালে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি ।
নির্বাচনের ১৩৮টি কেন্দ্রের মধ্যে ১১৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ঘোষণা করা হয়েছে। সিটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল রোববার বিকেলেই সব কটি কেন্দ্রে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোটগ্রহণের লক্ষ্যে যেকোন অপ্রিতীকর ঘটনা এড়াতে নগরজুড়ে ১৯ প্লাটুন বিজিবি, ৪০০ র্যাব সদস্য মোতায়েন করা হয়। এ ছাড়া ভোটের দিন নগরজুড়ে তিন হাজারেরও অধিক পুলিশ সদস্য মাঠে কাজ করবে। ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে।
২০১৮ সালের রাসিক নির্বাচনে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে মোট প্রার্থী ২১৭ জন। এর মধ্যে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর প্রার্থী ১৬০ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৫২ জন।
মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এরমধ্যে ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন পুরুষ এবং ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন নারী ভোটার রয়েছেন। ১৩৮টি ভোট কেন্দ্রের মাধ্যমে

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মেয়র পদে বিএনপি দলীয় মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও আলীগ দলীয় প্রার্থী এএইচ খায়রুজ্জামান লিটনের মাধ্যমে প্রতিদ্বদ্বিতা হবে।

Post Top Ad

Responsive Ads Here