ফরিদপুর প্রতিনিধি:-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের দক্ষিন পাশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে চালানো হচ্ছে বিআরডিবি অফিসের কার্যক্রম। পুরাতন ও জীর্ণশীর্ণ ভবনটির আস্তর পড়ছে খুলে খুলে। ভারী বর্ষণে একতলা বিল্ডিং ভবনের ছাদ চুইয়ে পড়ছে পানি। ভিজে যাচ্ছে অফিসিয়াল নথিপত্র। চরম শঙ্কা নিয়ে সময় পার করছেন অফিসের কর্মচারীরা। গত কয়েক বছর ধরে ভবনটি’র এ দুরবস্থা চলতে থাকলেও কারো মাথা ব্যাথা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহাবুদ্দিন হোসেন বলেন, “ অফিস ভবনের এ দুরবস্থার কথা ডিজি মহোদয়কে অবগত করা হয়েছে। ভবনটি মেরামতের জন্য অফিস ইস্টিমেট চেয়েছেন। অনেক আকুতির পর রবিবার উপজেলা এলজিইডি’র একজন এস.ও. জাফর আহাম্মেদ এসে বিআরডিবি অফিস পরিদর্শন করে গেছেন”।
জানা যায়, উপজেলা বিআরডিবি কার্যালয়ে গ্রাম গঞ্জের দুস্থ কৃষক ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বি করার লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন প্রশিক্ষন সহ দুস্থদের নিয়ে সভা সমিতি করা হয়। কিন্তু অফিসিয়াল ভবনটি চরম ঝুঁকিপূর্ন হয়ে যাওয়ার কারনে প্রশিক্ষন নিতে আসা সদস্যরা নিরাপত্তহীনতায় ভুগছেন এবং বৈরী আবহাওয়ায় উক্ত ভবনের মধ্যে কেউ অবস্থান করতে চাচ্ছেন না। ভবনের প্রতিটি রুমে প্লাষ্টারের আস্তর খুলে খুলে পড়ছে এবং একটু বৃষ্টি হলেই অফিসের মধ্যে পানি ঝড়ছে।
উপজেলা বিআরডিবি অফিসের এক কর্মচারী মোমিনুর রহমান জানান, “ অদ্য বিকাল ৩টায় অফিস বারান্দায় দুস্থ মহিলাদের প্রশিক্ষন কার্যক্রম শেষ হওয়া মাত্রই বিল্ডিং ভবনের উপর থেকে বড় বড় আস্তর খুলে পড়ে ছাদের রড বের হয়ে রয়েছে। ভাগ্যিস প্রশিক্ষন শেষ করে মহিলারা সরে গিয়েছিল বলে সবাই বেঁচে গেছেন”।
একই দিন অফিসে প্রশিক্ষন নিতে আসা সামেলা খাতুন (৪৫) জানায়,“ বিল্ডিং ভবন মেরামত না করা পর্যন্ত আমরা আর এ অফিসে আসবো না। প্রশিক্ষন শেষে আর মাত্র এক মিনিট দেরি হলে দালানের আস্তরের নিচে পড়ে আমাদের অনেককেই হাসপাতালে কাটাতে হতো”। এ অবস্থায় অফিস ভবনটি দ্রুত মেরামতের দাবী জানিয়েছেন বিআরডিবি কার্যলয়ের অধীনস্থ সমবায় সমিতির সদস্যরা।