নাজমুল হাসান, ফরিদপুর প্রতিনিধি:-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সোমবার তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৮ খ্রিঃ এর উদ্বোধন করা হয়েছে।উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এর নেতৃত্বে র্যালিটি সদর বাজারের অলিগলি প্রদক্ষিনের পর উপজেলা পরিষদের পিছনে মেলা চত্তরে আয়োজিত এক আলোচনা সভার মধ্যে দিয়ে শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। ফরিদপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবতী, উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন, অধ্যক্ষ মোঃ বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, তানজিনা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সার্বিক পরিচারনা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস। “ অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও সফল কৃষক আরমান আলী খান প্রমূখ।
প্রতিবছরের ন্যায় এ বছর ও উপজেলা চত্তরে ফলদ বৃক্ষ মেলায় মোট ১২টি ষ্টল সাজানো হয়েছে। আগামী ০১ আগষ্ট ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হবে।