নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে মেহেরপুরে সংবাদ সম্মেলন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ৩১, ২০১৮

নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে মেহেরপুরে সংবাদ সম্মেলন

মুজিবনগরের অসহায় পরিবার
মেহের আমজাদ,মেহেরপুর -
নিলফামারী থেকে চাকুরী ছেড়ে দেশে ফিরলেও ভাল নেই মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের মৃত বাদল দফাদারের ছেলে ডেভিড দফাদার ও তার পরিবার। ২০১৪ সালে গ্রামে ফেরার পর থেকে একে একে জনপ্রতিনিধি ও তার সহকর্মীদের দ্বারা মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। যে কারণে একই গ্রামের খোকন মল্লিকের ছেলে বাগোয়ান ইউপি’র ওয়ার্ড সদস্য দিলীপ মল্লিক ও তার ৫ সহযোগিদের বিরুদ্ধে মেহেরপুর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। মামলার বাদী হলেন- ডেভিড দফাদারের স্ত্রী স্বপ্না দফাদার। ২০১৭ সালের ডিসেম্বর মাসে বড়দিনে অসহায় দরিদ্র খ্রীষ্টান পরিবারের জন্য এক হাজার ৮০০ কেজি চাল ইউপি সদস্য দিলীপ মল্লিক সহ তার কতিপয় নিজস্ব লোকজন আত্মসাৎ করলে ডেভিড দফাদার মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এতে আরো ক্ষিপ্ত হন  ইউপি সদস্য দিলীপ মল্লিক ও তার সহযোগিরা। এতে তারা পরিবারটিকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছেন। ঘরে আগুন লাগানো, স্ত্রীকে অসম্মান করা সহ নানাভাবে ক্ষতির জন্য চক্রান্ত করছেন ইউপি সদস্য দিলীপ মল্লিক ও তার সহকর্মীরা। এমতবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানী ও নির্যাতনের বিষয়টি তুলে ধরেন ডেভিড দফাদার ও তার স্ত্রী স্বপ্না দফাদার। সোমবার (৩০-০৭-১৮) বিকেল সাড়ে ৪ টার সময় মেহেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই কথাগুলো বলেন- ডেভিড দফাদার ও তার স্ত্রী স্বপ্না দফাদার। এসময় মেহেরপুরের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রেসক্লাবে উপস্থিত  ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here