বড়াইগ্রাম গুরদাসপুর (নাটোর ৪) ঈদ লক্ষ্য করে সরগরম নির্বাচনী মাঠ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২১, ২০১৮

বড়াইগ্রাম গুরদাসপুর (নাটোর ৪) ঈদ লক্ষ্য করে সরগরম নির্বাচনী মাঠ


আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি।জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র চার মাস বাকি থাকায় নতুন পুরাতন মুখের পদচারণায় তৃণমূলে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। বিশেষ করে পবিত্র ঈদুল আজহাকে ঘিরে সরগরম হয়ে উঠেছে তৃণমূল রাজনীতি। নির্বাচনী এলাকায় প্রার্থীদের নানা রঙের পোস্টার-ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। তৃণমূলকে আস্থায় নিতে যে যার মতো দৌড়ঝাঁপ শুরু করেছেন। আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের মত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই এবার কঠিন হবে।

 তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে চার স্তরের জরিপ মিলিয়ে দেখা হবে। যাকে মনোনয়ন দিলে জিতে আসার সম্ভাবনা বেশি, আগামী নির্বাচনে তাকেই দেওয়া হবে নৌকার টিকিট। যিনি সবচেয়ে বেশি জনপ্রিয়, তাকেই মনোনয়ন দেবেন শেখ হাসিনা। সে কারণে মনোনয়ন প্রত্যাশীরা এখন তৃণমূলের দিকে ঝুঁকছেন। তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত  নির্বাচনী এলাকায় গণসংযোগ করে বেড়াচ্ছেন। জাতীয় নির্বাচনের আগে এটাই শেষ ঈদ। সে কারণে ঈদকে গুরুত্ব দিচ্ছেন দলের মনোনয়নপ্রত্যাশীরা। নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরদাসপুর)আসনে বর্তমান এমপি আবদুল কুদ্দুস নিয়মিত এলাকায় থাকছেন। তিনিসহ এ আসনে দলীয় মনোনয়ন চান বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জনসাস্থ্য বিষয়ক সম্পাদক নাটোর জেলা ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী,এমপিকন্যা কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, ও সাবেক ছাত্রনেতা আহম্মদ আলী মোল্লা। প্রত্যেকেই মনোনয়ন পেতে দলীয় হাইকমান্ড ও তৃনমুলের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। নির্বাচনী শেষ ঈদ ও জাতীয় শোক দিবসে যার যার অবস্থান থেকে জনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। অপরদিকে বিএনপি নাটোর ৪ আসন দখলে নিতে মরিয়া। এর আগে ২০০১ সালে এ আসনে বিজয়ী হন বিএনপি’র প্রার্থী এম মোজাম্মেল হক। এবারও তিনি মনোনয়ন চাইবেন। ইতিমধ্যে তিনিসহ ঈদকে সামনে রেখে তার অনুসারী নেতা-কর্মীরা চাংগা হয়ে মাঠে রয়েছেন। বিএনপির একটি বড় অংশ এ আসনে দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে প্রচারনায় ব্যস্ত। তারাও ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, এ আসন থেকে রুহুল কুদ্দুস তালুকদার নির্বাচন করলে জয় সহজ হবে। তবে দল যাকে মনোনয়ন দেবে বিএনপি ও অঙ্গ সংগঠন দলীয় প্রার্থীর জয়ে মাঠে থাকবে। অপর দিকে জাতীয় পার্টি থেকে এ আসন থেকে মনোনয়ন দৌড়ে এগিয়ে সাবেক দু’বারের নির্বাচিত সংসদ সদস্য আবুল কাশেম সরকার। তিনি ইতিমধ্যে নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছেন। নির্বাচনী পথসভা,অফিস উদ্বোধন,জনসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। তার দাবী একক কিংবা জোটবদ্ধ নির্বাচন হলেও এ আসনে তিনিই মনোনয়নে পাবেন। একইসাথে জয়ী হতে তিনি আত্মবিশ্বাসী। বড় দল আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টিসহ জামায়াত ইসলামী থেকে নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খাঁন সহ ছোট দলগুলোর নেতা-কর্মীরাও ঈদ শুভেচ্ছা জানিয়ে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আভাস দিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন জাসদের অধক্ষ্য মোখলেছুর রহমান এলিন,কৃষক-শ্রমিক জনতা লীগের শহিদুল ইসলাম মুন্সি প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here