চরভদ্রাসনে সেই আলোচিত কিশোরী গনধর্ষন মামলার এক আসামী গ্রেফতার ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২১, ২০১৮

চরভদ্রাসনে সেই আলোচিত কিশোরী গনধর্ষন মামলার এক আসামী গ্রেফতার !


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি-আজ মঙলবার ২১শে আগষ্ট সেক কুদ্দুছ (৫০) নামে একজনকে চরভদ্রাসনে সেই আলোচিত শিশু গনধর্ষন মামলায় গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। 

ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় গত ১৫ জুলাই ১২ বছরের এক শিশু গনধর্ষনের ঘটনা ঘটে।পরে ১৭ জুলাই ঐ কিশোরীর পিতা বাদি হয়ে নারী ও শিশু দমন আইনে চারজনকে আসামি করে মামলা করে।মামলা অভিযুক্ত আসামিরা হলেন,  চঞ্চল খালাসি(২৫)  পিতা মন্টু খালাসি,সঞ্জিত খালাসি(২৫)পিতা-অভি খালাসি,পান্নু মেল্যা(৪০) পিতা- জুদু মেল্যা,ও কুদ্দুস(৫০) পিতা-দ্বিরাজউদ্দিন।এরা সবাই উক্ত ইউনিয়নের খালাসি ডাংগি গ্রামের বাসিন্দা এবং পেশায় উক্ত ঘাটে নৌকা ও সি বোড চালক।মামলার পর থেকে আসামিরা আত্মগোপন করে।মামলার দায়িত্ব ভার পড়ে চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ ভক্তের উপড়। পুলিশ  ওৎ পেতে থাকে আসামি ধরার জন্য।গোপন সংবাদের ভিত্তিতে মঙলবার ২১ শে আগষ্ট দুপুর দুইটার দিকে চরভদ্রাসন বাজার মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন এলাকা থেকে মামলা অভিযুক্ত আসামি সেক কুদ্দুছ(৫০) কে গ্রেফতার করে।জানা যায় সেক কুদ্দুছ ,খালাসি ডাংগি গ্রামের মৃত সেক দ্বিরাজউদ্দিন এর পুত্র।

আসামি ধরার ব্যাপারে চরভদ্রাসন থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান,“ গত ১৭ জুলাই নারী ও শিশু দমন আইন ২০০০(২০০৩)এর ৯(৩) ধারা অনুযায়ী চরভদ্রাসন থানার ৪ নং মামলা দায়ের করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে আমি এবং এ.এস.আই আজিজ এর নেতৃত্বে কুদ্দুছ কে গ্রেফতার করি।এবং কোর্টে চালান করে দেই।এবং বাকী আসামি ধরার চেষ্টা চলছে”।

Post Top Ad

Responsive Ads Here