সাতক্ষীরার মুক্তামনির পর এবার যশোরের আবু তালেব বিরলরোগে আক্রান্ত ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২০, ২০১৮

সাতক্ষীরার মুক্তামনির পর এবার যশোরের আবু তালেব বিরলরোগে আক্রান্ত !

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি- সাতক্ষীরার মুক্তামনির পর এবার বিরলরোগে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে যশোরের ঝিকরগাছায়।  বিরলরোগে  আক্রান্ত  প্রতিবন্ধী ব্যক্তিটির নাম আবু তালেব (৪০) । সে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত: সিরাজুল ইসলামের ছেলে। 


বাবা নেই । বৃদ্ধা মা ও দুই ভাই পৃথক সংসারে বসবাস করে। দেখার মত কেউ নেই অসহায় এই আবু তালেব ও তার বৃদ্ধা মাকে। সামান্য মুদি দোকানী তাও পুঁজিহারা অচল প্রায়। তার  এই বিরল রোগ থেকে বাঁচাতে চিকিৎসা সাহায়তার প্রয়োজন। দিনমজুর পরিবারের প্রায় সহায়-সম্বলহীন আবু তালেবের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যায়ভার বহনকরা  একেবারই অসম্ভব। 

অসহায় পরিবারটি সরকারের সু-দৃষ্টি ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। জানা যায়, বিরলরোগী  আবু তালেবকে  ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ন ইউনিটের চিকিৎসা প্রয়োজনে কথা বলেছেন আবু তালেব ও তার স্বজনরা। সেখানকার ডাক্তার রায়হানা আনোয়ার তার স্বজনদের জানিয়েছেন, আবু তালেবের চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৩ লাক্ষ টাকা। 

প্রতিবন্ধি আবু তালেবের  চিকিৎসার টাকা  জোগাড় করতে দিন-রাত ছুটে বেড়াচ্ছে মানুষের দ্বারে-দ্বারে তার বৃদ্ধা মমতাময়ী মা। এমন বিরল রোগে আক্রান্ত হওয়া আবু তালের সন্ধান পাওয়ার পর কথা হয় প্রতিবন্ধি আবু তালেব ও তার বৃদ্ধা মায়ের সাথে। অসহায় পরিবারটি জানান, সরকারী আর্থিক সহায়তা ও সমাজের বিত্তবানরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এমন কঠিন ব্যাধী থেকে হয়তোবা কিছুটা হলেও মুক্তি পাওয়া সম্ভব । সাহায্য পাঠানোর জন্য বিকাশ নাম্বার-০১৭২২৮৯৮৬০৪( আবু তালেব) ।

Post Top Ad

Responsive Ads Here