আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি।নাটোরে নিষিদ্ধ পলিথিন সংরক্ষন ও বিক্রি করার অভিযোগে মিঠু কুমার, পবিত্র ঘোষ ও পলাশ চন্দ্র সরকার নামে তিন ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একদল সদস্য সহ ভ্রাম্যমান আদালত শহর এলাকায় অভিযান চালিয়ে ওই তিন ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে ১০৭০ (একহাজার সত্তর) কেজি নিষিদ্ধ পলিথিন (প্রায় পাঁচ লক্ষ পিস) জব্ধ করা হয় এবং বিক্রি ও মজুদের দায়ে তিনজনকে মোট ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা করা হয়। অভিযানে জব্ধকৃত নিষিদ্ধ পলিথিন এর যথাযথ প্রক্রিয়ায় ডিসপোজাল সম্পন্নের জন্য তা উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, রাজশাহী'র হেফাজতে প্রদানের আদেশ প্রদান করা হয়। অভিযানের সার্বিক সহযোগিতায় র্যাব ক্যাম্প, নাটোর এর কমান্ডার মেজর শিবলী মোস্তফা এবং এএসপি আজমল হোসেন সহ র্যাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।