ভ্রাম্যমান প্রতিনিধিটাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে (২০ আগস্ট) সোমবার দিন বিকেলে বিএনপি’র সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ১৯ তম শাহাদৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- মধুপুর পৌর সভার তিনবারের নির্বাচিত সাবেক মেয়র উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ সরকার সহিদ,বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- মির্জাবাড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যান আ: মালেক।
অনান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আনোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি আসাদ, মধুপুর পৌর বিএপি’র সহ- সভাপতি উসমান ফকির, যুব দলের আহবায়ক আব্দুল মান্নান, মধুপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাবুল, সেচ্ছা সেবক দলের মধুপুর পৌর শাখা’র আহবায়ক আ: মজিদ, মধুপুর কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- মধুপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, মধুপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুল লতিফ পান্না, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মিঞ্জু, থানা ছাত্র দলের আহবায়ক মোতালেব হোসেন ফকির, পৌর ছাত্র দলের আহবায়ক সুমন, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক আ: রহমান, ধনবাড়ী উপজেলা ধনবাড়ী বিএনপি’র নেতা ও ধনবাড়ী পৌর সভার ১ নং ওয়ার্ডের কমিশনার মাছুদ রানা, নিরঞ্জন দাস, সোহেল রানা,বীরতারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. সোহাগ হোসেন সহ মধুপুর-ধনবাড়ীর দুই উপজেলার ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মধুপুর পৌর সভার তিনবারের নির্বাচিত সাবেক মেয়র উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ সরকার সহিদ প্রধান অতিথি’র বক্তব্যে তিনি সাবেক প্রধান মন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল নেতা কর্মীদের কারা মুক্তি ও দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে সকল নেতাকর্মীদের কে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহবান জানান। এসময় তিনি আরো বলেন সাবেক প্রধান মন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মুক্তি না দেওয়া পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে না।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন গোলাবাড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির তালুকদার। নেতাকর্মীরা অলোচনা সভায় দোয়া মোনাজাত করে বিএনপি’র সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের রূহের শান্তি কামনা করেন।