মেহেরপুরে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২১, ২০১৮

মেহেরপুরে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ !

মেহের আমজাদ,মেহেরপুর -ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

 গতকাল সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পোশাক বিতরণ অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের নিহত অন্যান্য সদস্যদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়। পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়টি জাতীয় করণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেবেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তুহিন আরন্য’র সভাপতিত্বে পোশাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, প্রফেসর হাসানুজ্জামান মালেক,এমপি পতœী সৈয়দা মোনালিসা ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস,বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি কে এম ফজলুল হক । বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৪৬জন শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। এর আগে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Post Top Ad

Responsive Ads Here