নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ফেসবুকে সমালোচনা করায় কামরুল(২৫) ছাত্রদল কর্মীকে পিটিয়ে জখম করলো লালপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ পাপ্পু ও তার সন্ত্রাসী বাহিনী।
সে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। রোববার দুপুর দুইটার সময় স্বেচ্ছাসেবকদলের একটি প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে লালপুর হল মার্কেটের সামনে উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ পাপ্পু ও তার পালিত সন্ত্রাসী দক্ষিন লালপুরের রায়হান, গাজী খাইরুল ও বালিতিতা গ্রামের বাসার কাঠের বাটাম দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। আহত ছাত্রদল কর্মী কামরুল ইসলাম বলেন, ফেসবুকে উপজেলা চেয়ারম্যানের কর্মকান্ড নিয়ে সমালোচনার অভিযোগ দিয়ে চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু প্রথমে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর তার পালিত সন্ত্রাসীরাসহ তাকে কাঠের বাটাম দিয়ে এলোপাথাড়ি মারপিট করলে সে অচেতন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কামরুল ইসলাম নিজের ফেসবুক আইডি ও ফেক আইডি খুলে আমার এবং আমার পরিবারের নামে মিথ্যা তথ্য ছড়াতো। এজন্য তাকে জিজ্ঞেস করতে গেলে উল্টো আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ কারনে আমার কর্মীরা রাগান্বিত হয়ে একটু মারপিট করেন। আমি তার বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে এসেছি। অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত।