রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম
প্রতিনিধি : বুধবার কুড়িগ্রামের
রাজিবপুরে মহা ধুমধামে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ
ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭। বেলা ৩.০০ টায়
রাজিবপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট এর উদ্বোধন করেন রাজিবপুর
উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব শফিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা জনাম মেহেদী হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন তফতরের
কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জসগন।
উক্ত টুর্নামেন্টে
উপজেলার “রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ” বনাম “মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ ফুটবল
একাদশ” এ এদুটি দলের মধ্যে খেলার প্রথমার্ধে রাসেল ও মাইদুল ৩-০ গোলে রাজিবপুর ইউনিয়ন
পরিষদ দলকে এগিয়ে নিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধে আবারও দুই গোল করে ৫-০ গোলে রাজিবপুর
ইউনিয়ন পরিষদ দল বিজয় লাভ করে।
ঐতিহ্যবাহী খেলায়
সর্বস্তরের দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এ টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি হবে
আগামী শুক্রবার একই মাঠে বিকাল ৩.০০ টায়।