নাটোরে সড়ক দুর্ঘটনা রোধে পেশাদার গাড়ী চালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৩, ২০১৮

নাটোরে সড়ক দুর্ঘটনা রোধে পেশাদার গাড়ী চালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ হোসেন নাটোর প্রতিনিধিসচেতনতাই হোক নিরাপদ সড়কের ম‚ল হাতিয়ার’এই শ্লোগান নিয়ে নাটোরে সড়ক দুর্ঘটনা রোধে পেশাদার গাড়ী চালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসন, বিআরটিএ এবং জেলা বাস মিনিবাস মালিক সমিতির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় জেলা প্রশাসক শাহিনা খাতুন এর সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইদুজ্জামান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক, নাটোর ট্রাফিক বিভাগের পরিদর্শক বিকর্ন দাস সহ গাড়ী চালক, চালকের সহকারী এবং মালিক সমিতির নেতারা। এসময় গাড়ী চালক, চালকের সহকারী এবং মালিকদের নিরাপদ সড়কের চিহ্ন গুলো নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন নাটোর বিআরটিএর সহকারী পরিচালক সাইদুর রহমান। পরে নিরাপদ সড়ক নিশ্চিত করতে যাত্রী,চালক,পথচারী, মালিক প্রত্যেকের করণীয় সম্পর্কে বক্তব্য দেন এবং তা মেনে চলার আহবান জানান জেলা প্রশাসক শাহিনা খাতুন। প্রশিক্ষনে শতাধিক গাড়ী চালক, চালকের সহকারী এবং নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির নেতারা নেতারা অংশ গ্রহন করেন।

Post Top Ad

Responsive Ads Here