বেনাপোল থেকে জসিম উদ্দিন - যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৫০ লক্ষ (পঞ্চাশ লক্ষ) টাকা সহ হুন্ডি এক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
রবিবার বিকালে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বটতলা পোস্টের ১৫০ গজ দক্ষিণে বাওড়ের পার এলাকায় অভিযান চালিয়ে ৫০ লক্ষ (পঞ্চাশ লক্ষ) টাকা সহ মোঃ বাবলুর রহমান (৩০) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেন। আটক বাবলুর রহমান বেনাপোল পুটখালী গ্রামের আব্দুস সালামের ছেলে।
বিজিবি সুত্রে জানা যায়, আটক বাবলুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে। যশোর জেলার সীমান্ত এলাকায় ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খুলনার বিজিবি সদস্যবৃন্দ অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধসহ সকল ধরনের চোরাচালান দমনে সার্বক্ষণিক নজরদারী ও তৎপরতা বজায় রাখছে।