বেনাপোলে ৩ টি স্বর্ণের বারসহ পাসপোর্ট যাত্রী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ৩০, ২০১৮

বেনাপোলে ৩ টি স্বর্ণের বারসহ পাসপোর্ট যাত্রী আটক

বেনাপোল থেকে জসিম উদ্দিন-  যশোরের বেনাপোলে ৩টি স্বর্ণের বারসহ মেহেদী হাসান (১৯) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন কাস্টমস। রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে পাসপোর্টের কার্যাদি সম্পর্নের এক পর্যায়ে তাকে আটক করা হয়।


আটক মেহেদী ঢাকার ডেমরা থানার তুষারধারা এলাকার মাতুয়াইল মুসলিমনগর গ্রামের নেকমত আলীর ছেলে। এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম বলেন, রবিবার সকাল ৮ টার দিকে চেকপোস্ট কাস্টমস অভ্যন্তরে আটক মেহেদীর গতিবিধির উপর সন্দেহ হলে ডেপুটি কমিশনার জাকির হোসেন ও সহকারি কমিশনার উত্তম চাকমা সঙ্গীয় কাস্টমস সদস্যদের নিয়ে তাকে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ করেন। 

পরে আটককৃতের স্বীকারোক্তি মোতাবেক তার পায়ুপথ থেকে ৩ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩শ গ্রাম এবং মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা। আটককৃত আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here