ঘাটাইলে এমপি প্রার্থী শহিদুল ইসলাম লেবুর তৃণমূলের সমাবেশ অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৫, ২০১৮

ঘাটাইলে এমপি প্রার্থী শহিদুল ইসলাম লেবুর তৃণমূলের সমাবেশ অনুষ্ঠিত

হাফিজুর রহমান. নিজস্ব প্রতিনিধি-আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো.ও সমর্থনে তৃণমূলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গত সোমবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাসস্টেন্ড চত্বরে যুবলীগ নেতা সরোয়ার আলম রুবেলের সঞ্চালনায় ও ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে তৃণমূল সামবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো. শহিদুল ইসলাম (লেবু) এ সময় তিনি বলেন,ঘাটাইল আওয়ামী লীগের নেতাকর্মীরা যাদের কোন দিন দেখেনি, যারা আওয়ামী লীগের বিপদের সময় কোন দিন পাশে এসে দাড়ায়নি। আজ তারা আওয়ামীলীগ থেকে মনোনয়ন চাচ্ছে। 

এ সময় তিনি আরোও বলেন,২০০১ সালে জামায়াত-বিএনপি জোট সরকার যখন এই ঘাটাইলে সন্ত্রাসের তারন্য সৃষ্টি করেছিলো তখন আজকের এই মনোনয়ন প্রত্যাশীরা কখনো প্রতিবাদ করেনি। 
তাই আমি বলতে চাই,আমাকে যদি নৌকার মননোয়ন দেয়া হয়,তাহলে আমি বিজয়ী হয়ে এই আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো, এবং জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে পারবো ইনশাআল্লাহ্ ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য শাহেন শাহ মিন্টু সিদ্দিকী,ঘাটাইল পৌরসভার প্যানেল মেয়র লিটন সরকার,ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী, মহিলা আওয়ামীলীগের সভা নেত্রী নুর জাহানা সিদ্দিকা,জিবিজি কলেজের ভিপি আবু সাইদ রুবেলসহ, ছাত্রলীগ, যুগলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সহযোগী সংঘঠনের নেত্রীবৃন্দ। 

Post Top Ad

Responsive Ads Here