হাফিজুর রহমান.নিজস্ব প্রতিনিধি -“মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে মীনা দিবস উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৪ সেপ্টেম্বর ) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুনুর রশিদ প্রমুখ।