এবার হবিগঞ্জ পৌর এলাকায় গভীর রাতে ডাকাতের হানায় ১৫ ভরি স্বর্ণসহ নগদ টাকা লুট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৫, ২০১৮

এবার হবিগঞ্জ পৌর এলাকায় গভীর রাতে ডাকাতের হানায় ১৫ ভরি স্বর্ণসহ নগদ টাকা লুট

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ হবিগঞ্জ শহরের মুসলিম কোয়াটার এলাকার ম্যাপল ম্যানশনে ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল রাত প্রায় ৩ টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতদল নগদ ৩ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে।

জানা যায়, আয়ারল্যান্ড প্রবাসী আশরাফুজ্জামান ফাহিমের বাসভবনে একদল ডাকাত ৩ তলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ভিতরে প্রবেশ করে রুমের দরজা বাহির থেকে বন্ধ করে লুটপাট চালায়। এ সময় প্রবাসীর স্ত্রী পিংকু আক্তার দেখে ফেলায় তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে ডাকাত দল। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আসামী ধরতে রাতভর পুলিশের কয়েকটি টিম তাৎক্ষনিক শহরে অভিযান চালাচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here