বৃটিশ আর্মির সাবেক কর্মকর্তা শ্রী রঙ্গন কৃষ্ণ গোস্বামী আর নেই - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, October 30, 2018

বৃটিশ আর্মির সাবেক কর্মকর্তা শ্রী রঙ্গন কৃষ্ণ গোস্বামী আর নেই


ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের প্রবীন বৃটিশ আর্মির সাবেক কর্মকর্তা শ্রী রঙ্গন কৃষ্ণ গোস্বামী মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে তার নিজ বাড়ী সদর উপজেলার শিবরামপুরের চকভবানীপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যকালে তার বয়স হয়েছিলো ১০১ বছর। তিনি দুই মেয়েসহ অসংখ্য আত্রীয়-স্বজন, দেশ ও বিদেশে অবস্থানরত অসংখ্য শিশ্য রেখে গত হলেন। 

বৃটিশ আর্মির এই কর্মকর্তা ১৯১৭ সালে সদর উপজেলার শিবরামপুরের চকভবানীপুরে জন্ম গ্রহন করেন। তার পিতা ছিলেন তৎকালীন বৃটিশ সরকারের জোদ্দার। তিনি ১৭ বছর  বয়সে পিতাকে হারানোর পর জীবিকার সন্ধানে ১৯ বছর বয়সে বৃটিশ আর্মিতে যোগদান করেন। যোগদানের পরে তিনি পাকিস্থানের বেলুচিস্তানে সেনবাহিনীর টেনিং লাভ করেন। এরপর কর্মরত অবস্থায় তিনি বিশ্বের বিভিন্ন দেশ পাকিস্থান, ভারত, ইরাক, ইরান, কোম্বোডিয়া, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, সৌদিআরব, আবুধাবি, নেপাল, ভুটান, চীনসহ প্রভৃতি দেশে কাজ করেন। 

তিনি আর্মি কলেজ থেকে তৎকালীন বি.এ পাশ করেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, সংস্কৃত, ফার্সিসহ বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন। 

শ্রী রঙ্গন কৃষ্ণ গোস্বামী ফরিদপুরের এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাসের গুরুদেব ছিলেন।

No comments: