ফরিদপুরে ধর্ষণের দায়ে এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০৮, ২০১৮

ফরিদপুরে ধর্ষণের দায়ে এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদন্ড

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরে ধর্ষণের দায়ে এক ব্যাক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও চারমাস বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।


বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ আলমগীর হোসেন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আশরাফ শেখ (৩৪) আদালতে হাজির ছিলেন।
আশরাফ শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলঝুড়ি গ্রামের বাসিন্দা। রায় প্রদানের পর তাকে আদালত থেকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী (পিপি) স্বপন পাল জানান, আশরাফ ২০০৭ সালের ১ মার্চ এক তরুণীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে আশরাফকে একমাত্র আসামি করে আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

Post Top Ad

Responsive Ads Here